মধুখালীতে ট্র্যাক চাপায় জুট মিল শ্রমিক নিহত

মধুখালী প্রতিনিধি:
   ফরিদপুরের মধুখালী উপজেলার আলতু খান জুট মিলের এক শ্রমিক অজ্ঞাত একটি ট্র্যাকে চাপায় নিহত হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সাব-রেজিট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. আতিয়ার (৩৭)। তিনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর গ্রামের হালিম মোল্লার ছেলে ।
মধুখালী ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে সকাল সাড়ে পাঁচটায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ওই শ্রমিক সকালে জুট মিলে দায়িত্ব পালনের উদ্দেশ্যে পৌর সদরের বনমালিদিয়া গ্রামের ভাড়াটিয়া বাসা থেকে বাই সাইকেল যোগে জুট মিলে যাচ্ছিলেন।
মধুখালী থানা পুলিশের উপরিদর্শক পলাশ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার বলেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Share on Google Plus

0 comments: