মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসনে প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা অমান্য পদ্মা নদীতে ‘মা’ ইলিশ শিকারের দায়ে ৩৩ জেলেকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
গতকাল (১৯অক্টোবর) শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুজ্জামান।
অভিযানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, ক্ষেত্র সহকারী বাবর আলী, জেলা আনছার বেটেলিয়ান ও পুলিশ সদস্য।
উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন জানান, মা ইলিশ রক্ষার্থে পদ্মানদীতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় আইন অমান্য করে মা ইলিশ শিকার করায় একজনকে ১৫ দিন ও ৩২ জেলেকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লংঘনের দায়ে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। জব্দ করা কারেন্ট জাল গোপালপুর ঘাটের পদ্মানদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া জব্দ হওয়া মাছ উপজেলার গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
0 comments: