মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসনে ইজি বাইকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেনির এক শিক্ষার্থীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামে। সে ওই গ্রামের আবুল কালাম মন্ডলের মেয়ে ও চরসুলতান পুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী মিতু আক্তার(১৪)।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, গতকাল সোমবার দুপুরে মিতু আক্তার তার বান্ধবীর বাড়ি থেকে ইজি বাইকে চরে চরহাজিগঞ্জ বাজারে আসন্ন জেএসসি পরীক্ষার দেওয়ার বোর্ড আনতে গেলে পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে দ্রæত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানা যায়।
গাজিরটেক ইউপি’ চেয়ারম্যান মোঃ ইয়াকুব হোসেন ও চরভদ্রাসন থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
0 comments: