মেহেরপুরে মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের অধীনে কর্মরত শ্রমিকরা তাদের মজুরির দাবিতে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিক সরদার ইয়াকুব আলীর নেতৃত্বে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা শ্রমিক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের কাছে তাদের দাবি জানান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক নির্দেশ দিলে তাদের পারিশ্রামিক পরিশোধ করা হয়।
শ্রমিক সরদার ইয়াকুব আলী জানান, প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে শ্রমিকদের মজুরি পরিশোধ করার নিয়ম। অথচ ২৮ দিন পার হলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে স্টাফ সেলিম উদ্দিন গাফিলতি করে মজুরি পরিশোধ করছেন না।

Share on Google Plus

0 comments: