ফরিদপুরের চরভদ্রাসনে প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৮ অক্টোবর) রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান। এসময় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আইন অমান্য করে মা ইলিশ শিকার করায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা লংঘনের দায়ে ২ জন কে দুই দিন করে ও বাকি ১৬ জেলেকে ৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
জব্দ করা কারেন্ট জাল গোপালপুর ঘাটের পদ্মা নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ হওয়া মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
0 comments: