চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ.

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরন করা হয়েছে।

২৯অক্টোবর সোমবার সকালে  উপজেলা পরিষদ চত্তরে উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা মোঃ জহির রায়হান এর সভাপতিত্বে, এ কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজি.এম. বাদল আমিন।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, অতিরিক্ত জেলা কৃষি উপ-পরিচালক মোঃ নূরুল হক, গাজিরটেক ইউপি' চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলীসহ অন্যান্য প্রমূখ।

উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা মোঃ জহির রায়হান জানান, ২০১৮-১৯ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক মোট ১ হাজার ছয়শত ৩৫ জন চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এছাড়াও ভুট্রা, শরিষা, খেসারি ও গীষ্মকালীন তিল, মূগ, চিনাবাদামসহ এসময় প্রত্যেক কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য প্রয়োজনীয় বোরো ধানের বীজ ও সার বিনামুল্যে প্রদান করা হয়। এতে উপজেলায় ফসলের উৎপাদন আগের তুলনায় ভালো হবে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়।

Share on Google Plus

0 comments: