মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস-২০১৮ ইং ও বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে।
এউপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সদর বাজার চত্তর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন।
“টেকসই উন্নয়ন, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাঈমূল ইসলাম বিশ্বাস, শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক, যুব উন্নয়ন অফিসার এ.কে.এম. আনোয়ারুল করিম, প্রানী সম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাকচী ও শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
এছাড়াএ আলোচনা সভার পূর্বে উপস্থিত স্কুল কলেজের শিক্ষর্থীদের হাত ধোয়ার নিয়ম নীতি শেখানো হয়।
0 comments: