চরভদ্রাসনে ২২ দিন মা ইলিশ অভিযানে ১০৭ জেলের কারাদন্ড.

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসনে প্রজনন মৌসূমে মা ইলিশ শিকারের দায়ে ৭অক্টোবর থেকে ২৮অক্টোবর ২২ দিনে ১০৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

২২দিনের এ অভিযানে উপজেলা মৎস্য অধিদপ্তরকে সহায়তা করেছে পুলিশ, র‌্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় ৩শ' ১১ মেট্রিক টন ইলিশ ও ২ লাখ  ৩শ’ ৭৭ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস কর্মকর্তা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন বলেন, মা ইলিশ রক্ষা অভিযানের  সময় নদীতে মাছ বেশি থাকায় এ ২২ দিন কিছু অসাধু জেলেরা রাতে ও দিনে চুরি করে মা ইলিশ শিকারে ব্যাস্ত হয়ে পড়েন।

কিন্তু এবছর মৎস্য বিভাগ ও আইন-শঙ্খলা বাহিনী সুষ্ঠু ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের আটক করতে সক্ষম হয়েছে বলে তিনি এ প্রতিবেদক কে  জানান।

তিনি বলেন, সারা দেশের ন্যায় চরভদ্রাসন উপজেলায়  ৭অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২৪টি অভিযান, ২১টি মোবাইল কোর্ট ও ১০৮টি মামলার মাধ্যমে ১০৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

ইলিশ নিধন বন্ধে কঠোর নজরদারী রাখা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার বন্ধের পাশাপাশি জাটকা নিধন বন্ধ না করা গেলে ইলিশের পরিমাণ বাড়বে না। আর যদি তা না করা যায়, তাহলে বিপুল পরিমানের রাজস্ব হারাবে সরকার। তাই ইলিশের পরিমাণ বাড়াতে হলে মা ইলিশ অভিযানের পাশাপাশি জাটকা নিধনও বন্ধ করতে হবে বলেও মনে করেন তিনি।

Share on Google Plus

0 comments: