চরভদ্রাসনে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন সম্পন্ন.

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুতের আওতায় ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে গনভবন হতে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তার সরকারের আমলে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নানামূখি উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরার পাশাপাশি তিনি এসময় চরভদ্রাসন ও আলফাডাঙ্গাসহ  ১০৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ঘোষনা করেন। তিনি বলেন বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা পালন করে চলছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বেশির ভাগ জেলা ও উপজেলা এখন শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে।

চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও ফরিদপুর পল্লিবিদ্যুতের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজি.এম. বাদল আমিন ও বিশ্বনাথ শিকদার প্রকল্প পরিচালক বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোড, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) প্রভাংশ সোম মহান, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, প্রানী সম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাকচি, যুবউন্নয়ন কর্মকর্তা কে.এম. আনুয়ারুল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাসি, সদর ইউপি’ চেয়ারম্যান মোঃ আজাদ খান, সাংবাদিক মেজবাহ্ উদ্দিন, সাংবাদিক মনির হোসেন পিন্টু ও ফরিদপুর পল্লিবিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমূখ।

এদিকে, শতভাগ বিদ্যুতের  শুভ উদ্বোধনকে ঘিরে উপজেলা পরিষদ মঞ্চে সন্ধ্যা ৬টায় “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যু” এ প্রতিপাদ্য আলোচনা সভা, ভিডিও ক্লিপ প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান, অতশবাজি সহ ফরিদপুর পল্লিবিদ্যুতের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

Share on Google Plus

0 comments: