মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
প্রতি বছরের ন্যায় এবছরেও ফরিদপুরের চরভদ্রাসন হাট/বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ও বাজারের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে গতকাল বুধবার সদর বাজারের ভূষিমাল হাটায় বার্ষিক ওয়াজ মাহ্ফিল সম্পন্ন হয়েছে।
বাজার বনিক সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্যার সভাপতিত্বে, ওয়াজ মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছেরে কোরআন মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি জামাল উদ্দিন ও বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন অত্র সদর বাজারের কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মুফতি আব্দুস সবুর।
এদিকে, ওয়াজ মাহ্ফিলের খবর শুনে ওয়াজ শুনতে ছুটে আসেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
সরেজমিনে গতকাল বুধবার বিকালে সদর বাজার ঘুরে দেখা যায়, এর ভিন্ন চিত্র। যেখানে প্রতিদিন কয়েক হাজার ক্রেতা-বিক্রেতায় বাজার থাকে সরগরম। সেখানে গতকাল শুধুই চারিদেকে মাইকের আওয়াজে হামদ, নাত, গজল ধ্বনিতে পুরো বাজারই ছিল মুখরিত।
এছাড়া, ওয়াজ মাহ্ফিলকে ঘিরে বিকাল হতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রান মুসুল্লি ভাই, মা ও বোনেরা স্বতফূর্তভাবে দলে দলে যোগদান করে ওয়াজ মাহ্ফিলে অংশ নিতে দেখা গেছে।
0 comments: