মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসনে গতকাল সোমবার বিকাল ৩টায় নবাগত ইউএনও জেসমিন সুলতানার সাথে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুধীজনদের সাথে পরিচিতি ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত (৮নভেম্বর) বৃহস্পতিবার জেসমিন সুলতানা চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি দায়িত্ব গ্রহন করেন।
এর পরই তিনি গতকাল (১২নভেম্বর) সোমবার উপজলার বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুধীজনদের সাথে পরিচিতি ও এক মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় উপস্থিত থেকে এ সময় উপজেলায় মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, পাবলিক টয়লেট, ফুটপাত দখলসহ আরো বিভিন্ন সমস্যা তুলে ধরে মুক্ত আলোচনায় অংশ নেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাসি, সদর ইউপি'চেয়ারম্যান মোঃ আজাদ খান, বাজার বনিক সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্যা, চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি মোঃ মেজবাহ্ উদ্দিন, চরভদ্রাসন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি, মোঃ মনির হোসেন পিন্টু, সাংবাদিক আব্দুস সবুর কাজল, মুস্তাফিজুর রহমান শিমুল, নাজমুল হাসান নিরব, আসলাম, আফজাল হোসেন, উজ্জল মোল্যাসহ আরো অন্যান্য প্রমূখ। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেনসহ আরো অন্যান্য প্রমূখ।
0 comments: